বাচ্চার বয়স যখন ৩ পার হয় তখন তারা একটু একটু স্পষ্ট কথা বলতে শিখে, রং চিন্তে শিখে, বিভিন্ন শেপ বিল্ডিং খেলনা নিয়ে খেলতে পছন্দ করে। ম্যাগনেটিক টয় গুলোর সব থেকে মজার একটা পার্ট এটা যখন জোড়া লাগানো হয় এটার স্যাটিস্ফাইং সাউন্ড এবং চুম্বকের আকর্ষনে একটার সাথে আরেকটা জোড়া লেগে যাওয়া, বাচ্চারা এটা অনেক এঞ্জয় করে। BhaloPonno এ আমরা প্রথম থেকেই বেষ্ট কোয়ালিটির ম্যাগনেটিক খেলনা নিয়ে আসছি, এবং ম্যাগ্নেটিক খেলনার জগতে একটা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি