✔️ Water Play Mat বাচ্চাদের মাথা, ঘাড় এবং কাঁধের পেশী বিকাশের পাশাপাশি হাত-চোখের সমন্বয় জন্য একটি প্রয়োজনীয় সরঞ্জাম।
✔️ এর দারুন গ্রাফিক্স এর কারনে বাচ্চারা ভাসমান মাছগুলোকে ধরতে চেষ্টা করবে ।এর ফলে তাদের পেশি শক্তি দ্রুত বৃদ্ধি পাবে এবং কান্নাকাটি না করে ঘণ্টার পর ঘণ্টা খেলতে পারবে। খুবই নরম এবং তুলতুলে হওয়াতে ছোটমনিরা এটিকে বালিশ হিসেবে ব্যবহার করতে পারবে।
✔️ কিচ্ছু করতে হবে না।শুধুমাত্র পানি ফিলাপ করে করতে হবে এরপর মজা শুরু। যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন।